ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ ছিলেন ১০ জন। অন্যরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১০ জুলাই) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের ১০ জন রয়েছেন। অন্যরা পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।


ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা পিসিয়ার ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করে ১৮০টি পজিটিভ এসেছে। এরমধ্যে ফরিদপুর জেলার রোগীদের নমুনা ছিল ৩৫৬টি। যার মধ্যে পজিটিভ এসেছে ১৬৮ টি। নমুনা সনাক্তের হার ৪৭ দশমিক ১৯ ভাগ। এরমধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৩০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফরিদপুরের কোভিড ডেডিকেটেড হাসপাতালের শনিবার পর্যন্ত ভর্তি আছেন ৩৭৫ জন রোগী।

ads

Our Facebook Page