ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে কাজ করছে: হাসান ইকবাল

জাপান আওয়ামী লীগের সভাপতি জুয়েল তরফদার বলেন, আসলে আমরা একটা ক্রান্তিকাল পার করছি যেখানে আমাদের দেশে এখন প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং এর রেকর্ডের সংখ্যা ভাঙছে। প্রতিদিনি আমাদের কাছের স্বজনরা বিদায় নিচ্ছে, প্রতিদিনই আমাদের কাছের মানুষরা চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছে। এমন একটি দুর্বিষহ অবস্থার মধ্যে আজকের ভোরের পাতার এই সংলাপের মাধ্যমে মানুষদেরকে সচেতন করা হচ্ছে তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো এই করোনাকালে মানুষের জন্য কি পরিমাণে কাজ করছে সেটা আসলেই অনেক চ্যালেঞ্জের কাজ। এ সকল নেতাকর্মীরা প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী নিজের পকেটের টাকা দিয়েই কিন্তু এই কাজে নেমেছে। সেই গত ২০২০ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমাদের নেতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রায় সবাই করোনায় আক্রান্ত হয়েছে। করোনা পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে তাতেও আমাদের অনেক নেতাকর্মীরা বিপর্যস্ত হয়েছে। অনেকেরই অনেক শারীরিক সমস্যা কিন্তু কেউ মাঠ ছেড়ে যায়নি। করোনাকালীন এই ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শতসহস্র নেতাকর্মীরা দেশব্যাপী আর্তমানবতার সেবায় বিরামহীনভাবে কাজ করে মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে ছিল। তখন দেশের দুর্যোগকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এখন দেশের করোনাকালীন দুযোর্গ চলছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। তারা শুধু বড় বড় কথা বলতে পারেন।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়কে জয় করে করোনা মহামারির শুরু থেকে আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে ছিল। করোনার দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউতেও সারাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নির্দেশ অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় আমরা ত্রাণ বিতরণ করছি। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করি মানুষকে ভালোবাসলেই, মানুষকে সাহায্য করলেই কেবল মাত্র মানুষের ভালোবাসা পাওয়া যায়। দেশের যেকোনো সংকটে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীরা দেশের মানুষের প্রতি তাদের আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস নিয়ে মানুষের পাশে থেকে কাজ করছে।

ads

Our Facebook Page