ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রতি বর্গফুট চামড়া ৪০ থেকে ৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদুল  আযহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম সভা শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


তিনি বলেন, এ বছর ঢাকাতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা ও বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ হয়েছে।


২০২০ সালে ঢাকাতে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা ছিল। ওই হিসেবে এবার পাঁচ টাকা বাড়ানো হয়েছে।


আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়ার দাম ছিল ১০ থেকে ১২ টাকা। খাসি-বকরির চামড়ার মূল্য এবার দুই টাকা বাড়ানো হয়েছে।

ads

Our Facebook Page