ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদিতে নামাজের সময় দোকান খোলা থাকবে

মুসলমানদের তীর্থস্থান খ্যাত রাষ্ট্র সৌদি আরবে দীর্ঘদিন ধরেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময় দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার কঠোর আইন পালন হয়ে আসছে। এবার সেটি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নামাজের সময়ও দোকান খোলা রাখা যাবে। খবর প্রকাশ করেছে দ্য ডন ও জেদ্দাভিত্তিক দৈনিক সংবাদপত্র ওকাজ।


প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল দেশ সৌদি আরবে উদার ভাবধারা প্রতিষ্ঠা ও তেলনির্ভর অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান বাড়াতে সরকার নানা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিকতম উদ্যোগ সেটিরই ধারাবাহিকতা।


এ সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব সৌদি চেম্বারস। এতদিন দেশটিতে নামাজের সময় দোকানপাট অন্তত আধা ঘণ্টা বন্ধ রাখার নিয়ম চালু ছিল।


সৌদি ব্যবসায়ী সংগঠনগুলোর এই ফেডারেশনের সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের মধ্যে লোকজনের ভিড়, গণজমায়েত, ক্রেতাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করা এড়াতে ও দোকানিদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত। তাই দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতি নামাজের সময়সহ কর্ম ঘণ্টার পুরো সময় দোকান খোলা রাখার অনুরোধ জানাচ্ছি।


এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি।

Our Facebook Page