ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত হয়ে রাবির সাবেক শিক্ষকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুর রহিম খান মৃত্যুবরণ করেছেন। রবিবার (১৮ জুলাই) সকালে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।আজ বাদ আসর মেহেরচন্ডী জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে।


তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


অধ্যাপক আব্দুর রহিম খান ১৯৪৭ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে ১৯৬৮ ও ১৯৬৯ সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ads

Our Facebook Page