ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু

দেশজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনার থাবায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জন।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একই সময় দেশে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭হাজার ৬১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৭৯টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনায় ৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Our Facebook Page