ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দেশ-বিদেশের নানান ঘটনা নিয়ে সাজানো আজকের আলোচিত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও বিশেষ সিল মোহর অবমুক্ত করেন। ছবি: সংগৃহীত


  • সৃজনশীল কাজে আরও উৎসাহিত করতে ৩২ জন সরকারি কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২০ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার। ছবি: জাগো নিউজ

    সৃজনশীল কাজে আরও উৎসাহিত করতে ৩২ জন সরকারি কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২০ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

  • সরেজমিন রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রটিতে টিকা গ্রহণের জন্য কয়েকশ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ছবি: জাগো নিউজ

    সরেজমিন রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রটিতে টিকা গ্রহণের জন্য কয়েকশ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ছবি: সংগৃহীত

  • রাজধানীর নিউমার্কেট এক নম্বর গেটের পাশেই ভ্যাপসা গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতাধিক নারী, পুরুষ ও শিশু। লাইনে পেছনের দিকে যারা আছেন, তাদের কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে; কেউবা রাস্তার আইল্যান্ডে বসেছিলেন। ছবি: জাগো নিউজ

    রাজধানীর নিউমার্কেট এক নম্বর গেটের পাশেই ভ্যাপসা গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতাধিক নারী, পুরুষ ও শিশু। লাইনে পেছনের দিকে যারা আছেন, তাদের কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে; কেউবা রাস্তার আইল্যান্ডে বসেছিলেন। ছবি: সংগৃহীত

  • লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত

    লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত

ads

Our Facebook Page