ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

রাজ কুন্দ্রা-শিল্পার বিলাসবহুল অন্দরমহল

  • জানা গেছে তাদের ফ্লাটের দাম ১০০ কোটি রুপি। ছবি: সংগৃহীত

  • বিশাল ড্রয়িংরুম রয়েছে তাদের। তাতে রয়েছে বিশাল সোফা। ফলস সিলিং থেকে ঝুলছে অ্যান্টিক ঝাড়বাতি। ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঘর। বাড়িতে অতিথি এলে এই ঘরেই বসতে দেন শিল্পা। ছবি: সংগৃহীত

    বিশাল ড্রয়িংরুম রয়েছে তাদের। তাতে রয়েছে বিশাল সোফা। ফলস সিলিং থেকে ঝুলছে অ্যান্টিক ঝাড়বাতি। ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঘর। বাড়িতে অতিথি এলে এই ঘরেই বসতে দেন শিল্পা। ছবি: সংগৃহীত

  • তাদের বাড়ির ডাইনিং হলে যে ডাইনিং টেবিল রয়েছে তা এতটাই বড় যে ওই টেবিলে একসঙ্গে ৩০ জন আরামে বসে খেতে পারবেন। ছোটোখাটো পার্টির জন্য রাজ শিল্পার অন্দরমহল যথেষ্ট। ছবি: সংগৃহীত

    তাদের বাড়ির ডাইনিং হলে যে ডাইনিং টেবিল রয়েছে তা এতটাই বড় যে ওই টেবিলে একসঙ্গে ৩০ জন আরামে বসে খেতে পারবেন। ছোটোখাটো পার্টির জন্য রাজ শিল্পার অন্দরমহল যথেষ্ট। ছবি: সংগৃহীত

  • ড্রয়িংরুমের আরও একটি কর্নার রয়েছে। সেখানে আলো-আঁধারির খেলা। ছোট ছোট টেবিল ল্যাম্প, মাটিতে কার্পেট বিছিয়ে রাখা রয়েছে। সুন্দর একটি পেন্টিং রাখা রয়েছে, যার উপর রয়েছে স্পটলাইট। ছবি: সংগৃহীত

    ড্রয়িংরুমের আরও একটি কর্নার রয়েছে। সেখানে আলো-আঁধারির খেলা। ছোট ছোট টেবিল ল্যাম্প, মাটিতে কার্পেট বিছিয়ে রাখা রয়েছে। সুন্দর একটি পেন্টিং রাখা রয়েছে, যার উপর রয়েছে স্পটলাইট। ছবি: সংগৃহীত

  • বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য রয়েছে আলাদা জায়গা। রয়েছে ছোট একটা বারও। পরিপাটি করে সাজানো রয়েছে বাড়ি। আছে দামি আসবাবপত্রও। ছবি: সংগৃহীত

    বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য রয়েছে আলাদা জায়গা। রয়েছে ছোট একটা বারও। পরিপাটি করে সাজানো রয়েছে বাড়ি। আছে দামি আসবাবপত্রও। ছবি: সংগৃহীত

ads

Our Facebook Page