ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কবিতা: প্রতিবাদ

চারদিকে হাহাকার আত্মচিৎকার তবে নেই কোন প্রতিবাদ।


যখনই অধিকার আদায়ে একত্রিত জনতা, তখনই কালো শক্তির বর্বরতা,


তবে কি থেমে থাকবে প্রতিবাদ।


এগিয়ে যাওয়ার চেষ্টায় আমজনতা,


একপা এগিয়ে গেলে


দুপা পিছিয়ে যাওয়ার প্রবনতা কে করবে প্রতিবাদ।


আমি কোনো পক্ষে নেই


বিপক্ষেও নেই,


বিবেকের তাড়নায় করছি প্রতিবাদ।


চলছে লড়াই চলবে লড়াই


হবে প্রতিবাদ,


আবারও সবাই একসাথে হাতটি ধরে রাজপথে দাঁড়িয়ে–


বজ্রকন্ঠে বলবো ইনশাআল্লাহ করছি প্রতিবাদ।





Our Facebook Page